আপনি পড়ছেন

টিকা গ্রহণের এক মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী ও তিন সহাকারী প্রক্টর করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২০ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

dhaka university duঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

তিন সহকারী প্রক্টর হলেন- মো. আব্দুর রহিম, আশরাফুজ্জামান ও আহসান বাবু। তারা সবাই মাসখানেক আগে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে আক্রান্তদের একজন আব্দুর রহিম বলেন, করোনার উপসর্গ দেখা দিলে গত ১৭ মার্চ পরীক্ষা করান প্রক্টর। পরদিন তার পজিটিভ আসলে নিজ বাসায় আইসোলেশনে চলে যান তিনি। সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

du proctor golam rabbaniপ্রক্টর গোলাম রব্বানী

অন্য তিন জনের মধ্যে এক সপ্তাহ আগে নিজের এবং দুদিন আগে বাকি দুজনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান আব্দুর রহিম। তাদের সবার উপসর্গ থাকলেও কোনো জটিলতা নেই বলে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর গোলাম রব্বানী বলেন, গতকাল আমার করোনা পজিটিভ বলে জানতে পেরেছি। শরীরটা একটু খারাপ, চিকিৎসা চলছে। সবাই দোয়া করবেন।