আপনি পড়ছেন

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। আজ মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

buet gate logoবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট

বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, ভর্তি পরীক্ষা স্থগিত হওয়ায় প্রাথমিক বাছাই ও চূড়ান্ত পরীক্ষাও হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হবে।

corona in controlকরোনা প্রতিরোধ, প্রতীকী ছবি

এদিন একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েটের ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। আগের ঘোষণা অনুযায়ী, ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই এবং ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১১ মে প্রথম দফায় ভর্তি পরীক্ষা স্থগিত করে বুয়েট কর্তৃপক্ষ। পরে তা পিছিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছিল, তাও এবার স্থগিত হয়ে গেলো।