আপনি পড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল করা নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে। গত ৭ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ এই ইউনিট বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তারই প্রেক্ষিতে আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

dhaka university 1ঢাকা বিশ্ববিদ্যালয়

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান।

জিয়া রহমান বলেন, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে এ ব্যাপারে বারবার দাবি জানানো হয়েছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত শুধু চলতি বছরের জন্য। আগামী বছর একই পদ্ধতি থাকবে কি-না, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।