আপনি পড়ছেন

বিশ্ববিদ্যালয় এবং স্কুল ও কলেজ খুলেছে আগেই। এবার খুলতে যাচ্ছে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তালা। করোনাভাইরাসের মহামারির কারণে দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হতে যাচ্ছে।

all educational institutions closes corona১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস, ফাইল ছবি

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার, ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন অর্থাৎ রোববার ও মঙ্গলবার সশরীরে ক্লাস নেওয়া হবে।

এদিন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ডিজি আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ।