আপনি পড়ছেন

প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে যখন বিপর্যস্ত ইতালি তখন দেশটিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে নয় বছর ধরে ইতালিতে থাকা সেন্টু (২৫) নামের ওই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

sentu bangladeshi in italy

জানা গেছে, রোববার তার কর্মস্থল থেকে হাঁচি দিতে দিতে বাসায় ফেরেন সেন্টু। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য বিভাগকে খবর দেওয়া হয়। এবং চিকিৎসকরা এলে তাকে মৃত ঘোষণা করেন।

ওই বাংলাদেশির বন্ধু সেলিম দেওয়ান একটি গণমাধ্যমকে জানান, আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন সেন্টু। এদিন হাঁচি দিতে দিতে বাসায় ফেরেন তিনি। এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য বিভাগকে খবর দেওয়া হয়। পরে চিকিৎসকরা এসে তাকে মৃত্যু ঘোষণা করেন।

মৃত সেন্টু শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভুমখারা গ্রামের শাহজাহান খলিফার ছেলে। বিগত নয় বছর ধরে ইতালির জেনেভা এলাকায় থাকতেন তিনি।