advertisement
আপনি দেখছেন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু ঘটেছে। তারা দুজনেই কুইন্সের বাসিন্দা, একজন এস্টোরিয়া এলাকার অন্যজন উডসাইডের। এছাড়া নিউইয়র্কে আরও ২১ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

new york corona

মৃত্যুবরণ করা দুইজনের একজন ষাটোর্ধ্ব ব্যক্তি। তিনি আগে থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুইন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যজন ৫০ বছর বয়সী ক্যাব চালক। দুজনই বাংলাদেশি কমিউনিটিকে বেশ পরিচিত মুখ ছিলেন।

বর্তমানে যেসব দেশ করোনার আক্রমণে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৯৩ জন। মারা গেছেন ২৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২১০, একই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৪ জন।

করোনাভাইরাস নিয়ে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেকের আক্রান্ত হওয়ার খবর। আবার অনেকে আক্রান্ত হয়েও বিষয়টা লুকিয়ে রাখছেন।

sheikh mujib 2020