advertisement
আপনি দেখছেন

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

corona virus newসিঙ্গাপুরে একদিনে করোনায় আক্রান্ত ৪৭ বাংলাদেশি

জানা গেছে, আক্রান্তদের অধিকাংশই একই আবাসিক ভবনে থাকতেন। এমন ৩-৪টি আবাসিক ভবনের কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় উল্লেখ করা হয়েছে। যেখানে এই শ্রমিকরা একসঙ্গে গাদাগাদি করে থাকেন।

একটি ছোট ঘরে থাকেন তারা। অধিকাংশের জন্য কমন টয়লেট। পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর যে কোনো কোনো ঘরে গাদাগাদি করে একসঙ্গে ১২ জন ঘুমান।

এর আগেও সেখানের বেশ কয়েকটি ডরমেটরিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছিল। নতুন করে আরো করোনায় আক্রান্ত হওয়ায় সেখানে বসবাস করা অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এক মাসের লকডাউনে গিয়েছে সিঙ্গাপুর। বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও যানবাহন ব্যবস্থা।

উল্লেখ্য, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১৪৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৭৭ জন।

sheikh mujib 2020