আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে। সেই তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে বাংলাদেশিদের নামও। গত ২৪ ঘণ্টায় সেখানে আরো ১২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

corona virus in italyযুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর মিছিল বাড়ছে

এর মধ্যে নিউইয়র্ক, ফ্লোরিডা, ওয়াশিংটন মেট্রো এবং পেনসিলভেনিয়ায় বসবাসরত এই ১২ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আসাদ ইকবাল (৫৫), শরীয়তপুরের রতন শিকদার (৬৩), চট্টগ্রামের বোয়ালখালির চরখিজিরপুরের আব্দুল মান্নান (৬০), সিলেটের বিয়ানিবাজারের এনাম হোসেন (৪৬)।

সিলেটের জকিগঞ্জের হায়দ্রাবন্দ গ্রামের আজিজুন্নেসা (৬৪), বাকেরগঞ্জের আবুল হোসেন (৬৪), সিলেট সদরের দেওয়ান আফজাল চৌধুরী (৭২), সিলেটের ওসমানীনগরের খন্দকার মোসাদ্দেক আলী সাদেক (৬৫), খ্যাতনামা সমাজকর্মী ও চিকিৎসক এম এ মান্নান (৮১), সিরাজগঞ্জের মোহাম্মদ হক সুইট (৫০), পাবনার পূর্ণচন্দ্র সাহা (৮০) ও এক নারী।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলীন, ম্যানহাটান এবং লং আইল্যান্ড এলাকার বিভিন্ন হাসপাতালে অন্তত ৪ শতাধিক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তাদের মধ্যে শতাধিক প্রবাসীর অবস্থা গুরুতর।

করোনাভাইরাসের সংক্রমণের ফলে পুরো বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে প্রতিদিনই সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে মারা গেছেন ২০ হাজার ৬০০ জনের অধিক।

আশঙ্কাজনক অবস্থায় আছেন সাড়ে ১১ হাজারের মতো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৫০০ শতাধিক।