আপনি পড়ছেন

করোনাভাইরাস ভয়ংকরভাবে পেয়ে বসেছে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের। দেশটিতে নমুনা পরীক্ষার পর প্রতিদিন যে পরিমান করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হচ্ছে তার অর্ধেকেরও বেশি প্রবাসী বাংলাদেশিরা। একদিকে দেশে যখন করোনাভাইরাসকে কেনোভাবেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা তখন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা যেন আরো বেশি উদ্বেগ ছড়িয়ে দিচ্ছেন।

bd worker singapore mask

গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। এর মধ্যে ২০৯ জনই বাংলাদেশি। এর আগের দিন অর্থাৎ রোববার দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ২৩৩ জনের মধ্যে ১২৫ জনই ছিলেন বাংলাদেশি। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৮৭৮ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। অথচ বাংলাদেশেও এখন পর্যন্ত এত বেশি করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

সিঙ্গাপুরে কেন প্রবাসী বাংলাদেশিরা এত দ্রুত আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করা আরেক প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল মান্নান বলেন, আমাদের দেশের শ্রমিকরা মোটেও সচেতন নন। এমনিতেই প্রচুর বাংলাদেশি কাজ করেন সিঙ্গাপুরে, উপরন্তু তারা সবাই একসঙ্গে থাকতে চান। প্রতি রোববার তারা এক জায়গায় জড়ো হয়, আড্ডা দেয়, খাওয়া-দাওয়া করে। সপ্তাহান্তে এটাই তাদের কাছে বিনোদন। দুঃখজনক হল, করোনা ছড়িয়ে পড়ার পরও তারা এমনটা করেছে। এসব কারণে তাদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়েছে অতি দ্রুত। 

শেষ খবর পাওয়া পর্যন্ত সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৮ জন। প্রাণহানি হয়েছে ৯ জনের। সুস্থ হয়েছেন ৫৮৬ জন। বাকি আক্রান্তদের মধ্যে ১১৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আইসিউতে আছেন ২৯ জন।