সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জেদ্দার ওই মিশনে শ্রম কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সৌদি আরবের জেদ্দা মিশনের পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ চলছে, ছবি সংগৃহীত
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, গত সপ্তাহে বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে কোভিড-১৯ পরীক্ষায় রাজি করাতে মদিনার একটি ক্যাম্পে দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। যেখানে ছিলেন সৌদি প্রশাসনের কর্মকর্তারাও।
সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আক্রান্ত ওই কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সেইসঙ্গে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত সকল কর্মকর্তাকে স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা গুরুত্বসহকারে এবং সাবধানতার সাথে অনুসরণ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম জেদ্দাস্থ বাংলাদেশ মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।