আপনি পড়ছেন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে চরম অর্থনৈতিক ক্ষতি হয়েছে কুয়েতের। যার কারণে তারা প্রবাসী শ্রমিক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক এ বছরের শেষ নাগাদ কুয়েতের প্রায় ১৫ লাখ প্রবাসী শ্রমিক চাকরি হারাতে পারেন।

kuwait expects nearly 15 lakh expatsকুয়েতের ১৫ লাখ প্রবাসী শ্রমিক চাকরি হারাতে যাচ্ছেন

আরব নিউজের বরাতে জানা যায়, নতুন অভিবাসী আইন কার্যকরের পর থেকেই কুয়েতে বিদেশি শ্রমিক ছাঁটাই হবে এ বিষয়ে জানা থাকলেও এতদিন প্রকৃত সংখ্যাটি জানা যায়নি। স্থানীয় এক গণমাধ্যম বলছে, কুয়েত থেকে ইতোমধ্যে ১ লাখ ৫৮ হাজার প্রবাসী শ্রমিক চাকরিচ্যুত হয়ে নিজ দেশে ফিরে গেছেন।

জানা যায়, এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারত ও মিশরের শ্রমিকরা।

কুয়েতে মোট জনসংখ্যার ৭০ ভাগই অভিবাসী। এর আগেই দেশটির সরকার অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ নেয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তা আর কার্যকর করা হয়নি।

Kuwait cityকুয়েত সিটি

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ বলেন, নতুন অভিবাসী আইনের খসড়া সম্পূর্ণ প্রস্তুত। শিগগিরই এই আইন কার্যকর হবে এবং নতুন অভিবাসী নীতিমালা প্রণয়ন হবে।

এর আগে কুয়েত সংসদের স্পিকার মার্জুক আল-ঘানেম বলেন, অশিক্ষিত অভিবাসী রাখা হবে না এখানে। এখন সময় হয়েছে প্রশিক্ষিত শ্রমিক নিয়োগের।