advertisement
আপনি দেখছেন

গত এক বছর ধরে নতুন করে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নিচ্ছে না মালদ্বীপ। এ নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।

maldip town view1মালদ্বীপের রাজধানী মালে

বৃহস্পতিবার মালদ্বীপের গণমাধ্যম দ্য এডিশন জানায়, ২০১৯ সালে যেকোনো দেশের জন্য মালদ্বীপে দেড় লাখ অভিবাসীর কোটা নির্দিষ্ট করা হয়েছিল। সেটির ঘোষণা দিয়েছিলেন অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফায়াজ ইসমাইল।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি অভিবাসীরা ইতোমধ্যে ওই কোটা ছাড়িয়ে গেছে। সে জন্যই বাংলাদেশ থেকে আর শ্রমিক নেয়া হচ্ছে না। তবে অন্য দেশ থেকে শ্রমিক নিতে পারবে মালদ্বীপ। এক্ষেত্রে পেশাদার কর্মীরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

maldip town viewমালদ্বীপের রাজধানী মালে

দেশটির অভিবাসন বিভাগ বলছে, সেখানে ওয়ার্কিং ভিসার আওতায় যাওয়া ৬৩ হাজার অভিবাসী বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন। ইতোমধ্যে ৫ হাজার ৪৯ জন অবৈধ বাংলাদেশিকে মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানো হবে।