আপনি পড়ছেন

মালয়েশিয়ায় একটি গরম তেলের কুয়ায় পড়ে প্রাণ হারিয়েছেন আব্দুল মান্নান মোল্লা (৩৯) নামের এক বাংলাদেশি প্রবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দেশটির জেসিন জেলায় স্থানীয় একটি তেল প্রক্রিয়াজাত কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

malaysian policeমালয়েশিয়ান পুলিশ- ফাইল ছবি

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য মালয়েশিয়া ইনসাইট জানায়, সকালে আব্দুল মান্নান মোল্লা ওই কারখানটিতে পাইপ স্থাপনের কাজ করছিলেন। হঠাৎ তিনি ৪ দশমিক ৬ মিটার উচ্চতার একটি চাল থেকে গরম তেলের কুয়ায় পড়ে যান। পরে কারখানার পক্ষ থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেসিন জেলা পুলিশের প্রধান মিসপানি হামদান বলেন, কারখানার সুপারভাইজারের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু কুয়াটি গরম তেলে ভর্তি থাকায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩টার দিকে মান্নানের মরদেহ কুয়া থেকে উদ্ধার করা হয়।

কারখানার সুপারভাইজার জানান, গত ২ মাস ধরে মান্নান তাদের সঙ্গে কাজ করছিলেন।

মালয়েশিয়ার পুলিশ ঘটনাটিকে ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা।