আপনি পড়ছেন

ট্যাংকের বিষাক্ত গ্যাসে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ তিন জনের মৃত্যু হয়েছে। বাকি দুই জন দেশটির নাগরিক। সুয়ারেজ ট্যাংক পরিষ্কার করতে নেমে দম বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

three worker malaysia swuarageমালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে বাংলাদেশিসহ ৩ জনের মৃত্যু

দেশটির গণমাধ্যম এফএমটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শুক্রবার দুপুরে পানটাই দালাম এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই সুয়ারেজ ট্যাংক পরিষ্কারের কাজে ৬ ব্যক্তি নিয়োজিত ছিলেন। এক পর্যায়ে বিষাক্ত গ্যাসের কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় দুই জন বেরিয়ে আসতে সক্ষম হন। চার জন সুয়ারেজ ট্যাংকের ভেতরেই আটকা পড়েন।

worker malaysia swuarageমালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে বাংলাদেশিসহ ৩ জনের মৃত্যু

পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যান। কিন্তু মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি তিন জন মারা যান।

পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে দেখবেন ওই কর্মীদের বিপজ্জনক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে কি না। পাশাপাশি ওই এলাকার অন্য কর্মীদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সে নির্দেশও দেয়া হয়েছে কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে দেশটিতে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে গিয়ে অন্তত ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন।