আপনি পড়ছেন

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানকার একাধিক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত হাইকমিশন বন্ধ থাকবে।

bangladesh high commission malaysiaমালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা

দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই কারণে হাইকমিশনের পাশাপাশি আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। অবশ্য হাইকমিশন খোলার পর আবার ওই সেন্টারের সেবা চালু করা হবে।

এতে বলা হয়, ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, নতুন করে আবার তাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না। ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবারো জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া আগামী ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।