আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারে গুরুত্বপূর্ণ একটি পদে নিযুক্ত হয়েছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। জাইন সিদ্দিক নামের এই বাংলাদেশি-আমেরিকান হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের অফিসে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

zine siddique bangaldeshi americanবাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিক

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট জো বাইডেন। এ উপলক্ষে ইতোমধ্যে তার প্রশাসনের বিভিন্ন পদে লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরই একজন হলেন জাইন সিদ্দিক। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের ‘সিনিয়র এডভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল ট্রানজিশন ওয়েবসাইট বিল্ডব্যাকবেটার.গভ এ তথ্য নিশ্চিত করেছে।

জাইন সিদ্দিক বাংলাদেশি বংশদ্ভূত হলেও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেড়ে উঠেছেন। প্রিন্সটেন ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুল থেকে গ্রাজুয়েট করেন তিনি। বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশনের ডমিস্টিক এন্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন জাইন।

zine siddique bangaldeshi american innerবাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। জাইন সিদ্দিক

এর আগে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস যখন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনী বিতর্কে অংশ নেন, তখন সেই প্রচার টিমেও ছিলেন জাইন।

জানা যায়, প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জাইন সিদ্দিকই প্রথম বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন।