আপনি পড়ছেন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার (৯ মে) তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেন। কবে তার শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, তার দিনক্ষণ উল্লেখ না করে বর্তমানে কোভিডের সঙ্গে লড়াই করার কথা জানিয়েছেন তিনি।

taslima nasreen 2021

ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন বলেন, গত মার্চ মাস থেকে একা একা বাসায় আছি। এর মধ্যে কোথায়ও বের হইনি, কাউকে বাসায় ঢুকতেও দেইনি। তারপরও কোভিড আমাকে ছাড়লো না। শুধু দুমাস আগে এক ঘণ্টার জন্য বেরিয়েছিলাম করোনার ভ্যাকসিন নিতে।

বর্তমানে ভারতে অবস্থান করা বাংলাদেশি এই লেখিকা আরও লিখেছেন, আমি চিরকালই বড় দুর্ভাগা। আমার দুঃখের তালিকা সীমাহীন। তাই কোভিড হওয়া নিয়ে আলাদা করে দুঃখ করি না। আমি তো কিছুটা সুস্থ, শ্বাস নিতে পারছি। হাজার হাজার মানুষ শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করার পর একসময় চিরতরে চলে গেছে।

‘এবার দুঃখগুলো বরং তাদের জন্যই তোলা থাক।’ লিখেছেন তসলিমা নাসরিন।