আপনি পড়ছেন

কাতারে বসবাসরত বাংলাদেশিদের বয়স সংশোধনের (পরিবর্তন) সুযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্য সংশোধনের ঘোষণার প্রেক্ষিতে কাতারস্থ দূতাবাসও একই উদ্যোগ নিয়েছে।

bangaldeshi worker in qatar visa

কাতার প্রবাসীরা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই আবেদন করতে পারবেন। বয়স পরিবর্তন করা যাবে সর্বোচ্চ ৫ বছর। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র দাখিল করতে হবে।

তথ্য পরিবর্তনের ক্ষেত্রে একটি ফরম পূরণ করতে হবে। সেখানে আগের তথ্য এবং হালনাগাদ করতে ইচ্ছুক তথ্য উল্লেখ করতে হবে। কেন তথ্য পরিবর্তন করা দরকার, প্রমাণসহ উল্লেখ করতে হবে সেই বিষয়টিও।

নাম, বাবার নাম, মায়ের নাম, এলাকার নাম- এসব পরিবর্তন করা যাবে না। শুধু বানান ভুল হলে তা ঠিক করা যাবে।