আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলেছে লটারি জিতে। দেশটির রাজধানী আবুধাবির হোটেল পার্কিংয়ে কাজ করেন তিনি। লটারি জেতার মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা পেয়েছেন তিনি। পাকিস্তান, ভারত ও নেপালের আরো ৯ জন প্রবাসীসহ যৌথভাবে একটি লটারি জিতেছেন ওই বাংলাদেশি। এর মাধ্যমে তারা ২ কোটি দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৪৬ কোটি টাকারও বেশি।

uae big ticket lottery bangladeshiলটারিতে ভাগ্য খুললো আমিরাত প্রবাসী বাংলাদেশির, ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার আবুধাবিতে ‘বিগ টিকেট’ র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়। এতেই ভাগ্য খুলে যায় ওই ১০ প্রবাসীর। তবে প্রতিবেদনে ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি।

খবরে আরব আমিরাত প্রবাসী ৩৭ বছর বয়সী রনজিৎ সমারজান নামের এক ভারতীয় নাগরিকের কথা উল্লেখ করা হয়েছে। তিনি পেশায় ড্রাইভার। এই ভারতীয় নাগরিকের নামেই ওই টিকেট ক্রয় করা হয়েছিল। এ জন্য তার নামই উল্লেখ করা হয়েছে।

uae lottery systemসংযুক্ত আরব আমিরাতে লটারির ড্র, ফাইল ছবি

এ ব্যাপারে রনজিৎ জানান, তারা ১০ জন মিলে গত ২৯ জুন ১০০ দিরহাম দিয়ে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে দুটি লটারির টিকেট কেনেন। লটারি জয় করার মাধ্যমে পাওয়া অর্থ এখন আমরা সমানভাবে ভাগ করে নেব।