আপনি পড়ছেন

বাংলাদেশের রাজধানী ঢাকা এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মধ্যে সরাসরি ফ্লাইট এবং ক্রুজ সার্ভিস চালু করার কথা বিবেচনা করা হচ্ছে। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

bangladesh sri lanka flagসরাসরি ফ্লাইট ও ক্রুজ সার্ভিস চালু করছে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এবং সেদেশের পর্যটনমন্ত্রী প্রসন্ন রানাতুঙ্গার মধ্যে দেশটির পর্যটন মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের মধ্যকার এই পরিকল্পনার তথ্য জানানো হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের মধ্যে ভবিষ্যতে ক্রুজ সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী রানাতুঙ্গা বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে বিমসটেক ও সার্কের মতো আঞ্চলিক সম্মেলনের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে আরো মনোযোগী হওয়া উচিত। অপরদিকে, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আরিফুল ইসলাম বলেন, আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে পর্যটন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হবে।

বাংলাদেশি হাইকমিশনার আরো জানান, ঢাকা ও কলম্বোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে প্রস্তুত আছে বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা।