advertisement
আপনি দেখছেন

নিজে মন্ত্রী হয়ে সম্ভবত দুনিয়ার সমস্ত মন্ত্রীদের জন্যই এক উদাহরণ তৈরি করলেন ভারতের কর্নাটকের মন্ত্রী এস সুরেশ কুমার। বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন তিনি। রাতে থাকার জন্য কর্মীরা বিলাসবহুল পাঁচতারা হোটেল ঠিক করলেও তিনি ওই হোটেলে ওঠতে রাজি হলেন না।

minister at cowhouse

কর্মীরা ভাবলো, থাকবেন হয়তো তিনতারা হোটেলে। কিংবা নিদেন পক্ষে অন্য কোনো কর্মীর বাসা বা বাড়িতে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিলাসী জীবনকে পায়ে ঠেলে গোয়াল ঘরে গিয়ে নিজের বিছানা পাতলেন সুরেশ কুমার!

কর্মীরা তো পুরোই অবাক। একদিকে গোয়াল ঘরে গরুরা ঘুরে বেড়াবে, আরেকদিকে তাদের সম্মানিত নেতা। কিন্তু তাদের কোনো আপত্তিই ধোপে টেকেনি মন্ত্রীর কাছে। গোয়াল ঘরে বিছানা-পত্র পেতে সেখানে ঘুমিয়েই দেখিয়ে দিলেন তিনি।

এই আচরণকে অনেকেই নির্বাচনী স্টান্টবাজি বললেও মন্ত্রী সুরেশ কুমার বলছেন, মোটেও না। বরং হোটেলের বদ্ধ ঘরেই তিনি হাঁপিয়ে ওঠেন। গোয়াল ঘরই তাঁর জন্য আরামদায়ক। খোলামেলা পরিবেশ, ভালো আলো বাতাস খেলে। মনটাও ভালো থাকে।

মন্ত্রী জানালেন, এটাই প্রথম নয়। এর আগেও বহুবার তিনি স্কুল ঘর, উঠোন এবং গোয়াল ঘরে রাত কাটিয়েছেন!

sheikh mujib 2020