চলে গেলেন নেপালের চন্দ্র বাহাদুর দাঙ্গি। গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী দাঙ্গিই ছিলেন এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে খর্বকায় মানুষ। গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের একটি হাসপাতালে পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

chandra bahadur dangi

৭৫ বছর বয়সী দাঙ্গি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া আইল্যান্ড ভ্রমণের সময় অসুস্থ হয়ে যান। তখনই তাঁকে সামোয়া দ্বীপের দ্য লিন্ডন বি জনসন ট্রপিকাল মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়। শুক্রবার বেলা ১২টায় দাঙ্গি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুর সময়ও তাঁর পাশে তাঁর দীর্ঘ দিনের সফরসঙ্গী থানেশ্বর গুরাগাই উপস্থিত ছিলেন।

চন্দ্র বাহাদুর দাঙ্গির উচ্চতা ছিল মাত্র ৫৪.৬ সেন্টিমিটার বা ২১.৫ ইঞ্চি। তিনি ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় ঠাঁই করে নেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নেপালের রাষ্ট্রদূত অর্জুন কারকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চন্দ্র বাহাদুর দাঙ্গির মৃত্যুসংক্রান্ত নথি এখনও তাঁর হাতে পৌঁছায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে 'ছোট' মানুষের মৃত্যুনথি তৈরিতে ব্যস্ত রয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন

এক ভেড়ার গায়েই ৪০ কেজি পশম!

২২০ কেজি ওজনের মাছ ধরলো ১০ বছরের বালক

আইসক্রিমের নাম 'যুদ্ধপরাধী'

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.