বিশ্বের ভয়ংকরতম ১০টি রাষ্ট্রের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। দেশটির গোয়েন্দা বিষয়ক থিংক ট্যাঙ্ক ‘ইন্টারসেন্টার’ প্রকাশিত ওই তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে ইরাক। বিশ্বখ্যাত বার্তা সংস্থা পিটিআই এই সংবাদ জানিয়েছে।

পিটিআই জানায়, বিশ্বের সবগুলো দেশে গত ৩০ দিনে সংঘটিত জঙ্গী, সন্ত্রাসী ও বিদ্রোহী তৎপরতা এবং সেই তৎপরতায় হতাহতের সংখ্যা বিবেচনায় এনে ‘কান্ট্রি থ্রেট ইনডেক্স’ (সিটিআই) নামে একটি তালিকা তৈরি করেছে ইন্টারসেন্টার।

হুমকি সূচক দেশ হিসেবে ওই তালিকায় ৫৬৭ সিটিআই স্কোর বা পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ইরাক। তালিকার শীর্ষে থাকার অর্থ হলো পৃথিবীর মধ্যে ইরাক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম দেশ।

৮৬ সিটিআই পয়েন্ট নিয়ে তালিকার শেষে আছে আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়া।

দশ দেশের ওই তালিকায় ৩০৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আফগানিস্তান। এবং ১৬২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে পাকিস্তান।

সবচেয়ে ভয়ঙ্করতম দেশ হিসেবে ইন্টারসেন্টারের করা ওই তালিকাটি হচ্ছে, ইরাক (প্রথম),নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিশর (নবম) ও কেনিয়া (দশম)।

 

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.