advertisement
আপনি দেখছেন

দুই মাথা ও তিন হাত বিশিষ্ট বিরল এক নবজাতকের জন্ম দিয়েছেন ববিতা আহিরওয়ার নামের ২১ বছরের ভারতীয় তরুণী। শনিবার দেশটির মধ্যপ্রদেশের ভোপালের বিদিশা সরকারী জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

baby 2 headদুই মাথা, তিন হাত বিশিষ্ট নবজাতকের জন্ম!

হাসপাতালটির সিভিল সার্জন ডা. সঞ্জয় বলেন, আল্টাসোনোগ্রাফিতে জানা গিয়েছিল জমজ সন্তান হবে। তবে কিছুটা সংশয় ছিল। কিন্তু অপারেশনের পর দেখা যায় এক দেহ, দুই মাথা ও তিন হাত বিশিষ্ট শিশু। শিশুটিকে এখন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, নব দম্পত্তির এটি প্রথম সন্তান। জন্মের পর শিশুটিকে দেখতে হাসপাতালে প্রচুর লোকজন আসে। এমন শিশু দেখে সবাই হতবাক হয়ে যায়। তবে শিশুটি সম্পর্কে এখনো তার মাকে জানানো হয়নি।

এ ধরনের শিশু খুবই বিরল জন্মায়। বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান ডা. সঞ্জয়।

এদিকে শিশুটির জন্মের পর তাকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করছেন পাড়া-প্রতিবেশি, আত্মীয়স্বজনসহ সকলেই।