দেড় মাস ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে বেশ কয়েকটি বেওয়ারিশ লাশ। পরিবারের খোঁজ না মেলায় সৎকারও করা হয়নি। তাই দাবিদারহীন মৃতদেহগুলোর সৎকারে অবশেষে এগিয়ে এলেন পি. মণিমরম নামের এক সমাজসেবী যুবক।

dead body in murge

গত বুধবার এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর জেলায়। গত দেড় মাস ধরে সেখানকার সরকারি হাসপাতালে বেওয়ারিশ অবস্থায় পড়েছিল মৃতদেহগুলো। পরে ওই সমাজসেবী যুবক জেলার পালার নদীর তীরে মৃতদেহগুলোর শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন।

জানা যায়, ২০০২ সাল থেকেই এমন বেওয়ারিশ মৃতদেহ সৎকারের কাজ করে আসছেন পি. মণিমরম। এ জন্য তিনি ওয়ার্ল্ড পিপলস সার্ভিস সেন্টার নামের একটি সংস্থাও তৈরি করেছেন। তারা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে দাবিদারহীন মৃতদেহের সৎকার করে থাকেন। এই মহৎ উদ্যোগের জন্য মণিমরম ২০১৫ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার কাছ থেকে 'রাজ্য যুব পুরস্কারও পেয়েছেন।

p monimorom furnal body

কৃষক পরিবারে জন্ম নেওয়া পি. মনিমরম জানান, তিনি পড়াশুনার ক্ষেত্রে স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন। ১৮ বছর বয়সে একবার কলকাতায় এসেছিলেন তিনি। তখন মাদার তেরেসার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে নিজেই খুলে ফেলেন ওয়ার্ল্ড পিপলস সার্ভিস সেন্টার। এরপর সংস্থার সদস্যদের নিয়ে শুরু করেন বেওয়ারিশ মৃতদেহ সৎকারের কাজ।

তিনি আরো জানান, বর্তমানে তার এই মহৎ কাজটি তামিলনাড়ুর সীমানা পেরিয়ে বারাণসীতেও ছড়িয়ে পড়েছে। এমনকি ১৭টি রাজ্যেও তাদের স্বেচ্ছাসেবক রয়েছে। যারা এই ধরনের দাবিদারহীন মৃতদেহের খবর দেয়। তারপর সংস্থার সদস্যরা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে সেগুলো সৎকার করেন। ইতোমধ্যে তারা এক হাজার আটটি মৃতদেহ সৎকার করেছেন। এ জন্য তারা কোন অর্থও নেন না।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.