গায়ে হলুদের দিনে শহরজুড়ে বন্ধু-বান্ধবদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা (বাইক র‌্যালি) করে আলোচনায় ফারহানা আফরোজ নামে এক কনে। যশোর শহরে এ ঘটনা ঘটে। গত ১৩ আগস্ট ব্যতিক্রমী এই গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

farzana afroz bike rallyবাইক চালিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে কনে

এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছেন ফারহানা আফরোজ। মূলত ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

ফারহানা আফরোজ বলেন, নিজের বিয়েতে ব্যতিক্রমী কিছু করার ভাবনা ছিল। যেহেতু বাইক চালাতে পারি, তাই বাইক চালিয়ে নেচে-গেয়ে উদযাপন করার সিদ্ধান্ত নেই। সম্পূর্ণ নিজ উদ্যোগে এটা করেছি। বন্ধু-বান্ধব ও সহপাঠীরা সঙ্গে ছিল।

farzana afroz bike rally2কনে ফারজানা আফরোজ

জানা গেছে, কনে ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউজের পাশে। গত ১৩ আগস্ট হলুদ অনুষ্ঠান ছিল এবং পর দিন ১৪ আগস্ট বিয়ে হয়েছে। বর হাসনাইন রাফির বাড়ি পাবনার কাশিনাথপুরে। তিনি গাজীপুরের একটি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

farzana afroz bike rally1বাইক চালিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে কনে

ফারহানা আফরোজ ২০১১ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে রাজধানীর বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এইচআর নিয়ে এমবিএ করছেন তিনি।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.