সাধারণত তুখোড় রাজনীতিবিদরাই একটি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ ছাড়া যারা রাজনীতি শুরুর আগে ব্যবসা বা বড় চাকরি করতেন কিংবা কোনো রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। কিন্তু এমনও কিছু প্রেসিডেন্ট রয়েছেন যাদের পেশা ছিল খুবই সাধারণ। তাও আবার বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

us presidentsখুবই সাধারণ পেশা থেকে আসা কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট

এসব প্রেসিডেন্টদের কেউ রাজনীতিতে আসার আগে কাঠ কাটতেন, কেউ টুপি তৈরি করতেন। কেউ দর্জি ছিলেন, তো কেউ ছিলেন চাষি। জেনে নেয়া যাক এমন কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে, যারা খুবই নগন্য পেশা থেকে বিশ্বের ক্ষমতাধর দেশটির রাষ্ট্রপ্রধান হয়েছেন।

আব্রাহাম লিংকন: তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রিপাবলিকান পার্টির এ নেতা। তবে রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন কাঠুরে। বেড়া নির্মাণের কাঠ কেটে নিজের জীবিকা নির্বাহ করতেন। কে জানতো, এক সময় তিনিই হবেন যুক্তরাষ্ট্রের সরকারপ্রধান।

abraham linkon andruw jonson(বাঁ থেকে) প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ও অ্যান্ড্রু জনসন

অ্যান্ড্রু জনসন: ১৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া অ্যান্ড্রু জনসন এক সময় সাধারণ দর্জি ছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে তিনি দেশটির সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেন। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হওয়ার সময় তিনি ছিলেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট। লিংকনের মৃত্যুর পর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৮৬৫ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।

হ্যারি ট্রুম্যান: তিনি ছিলেন একজন দর্জি বা হ্যাবারড্যাশার। ছেলেদের মাথার টুপি এবং জামাকাপড় তৈরি করাই ছিল তার জীবিকা। কিন্তু তিনিই পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার কাজের মেয়াদ ছিল ১৯৪৫ থেকে ১৯৫৩। তিনি দেশটির ভাইস-প্রেসিডেন্টও ছিলেন।

harry jemmy ronald(বাঁ থেকে) প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, জিমি কার্টার ও রোনাল্ড রেগান

জিমি কার্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম এ প্রেসিডেন্ট ছিলেন একজন সাধারণ চাষি। এরপর ধীরে ধীরে রাজনীতির বিভিন্ন ধাপ পেরিয়ে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এক সময় চিনাবাদম চাষ করা জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

রোনাল্ড রেগান: তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট। ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির পরিচালনার দায়িত্ব পালন করেন। কিন্তু কর্মজীবনে তিনি ছিলেন একজন অভিনেতা। ১৯৩২ সালে পড়াশুনা শেষ করার পর তিনি রেডিওতে কাজ শুরু করেন। তার চেহারা ও কণ্ঠ ছিলো আকর্ষণীয়। অল্প কিছুদিনের মধ্যে সুযোগ পেয়ে যান হলিউডের চলচ্চিত্রে অভিনয় করার। নায়কের ভূমিকায় অভিনয় করা এই অভিনেতাই এক সময় বনে যান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.