টারকো অ্যাভিয়েশনের একটি ফ্লাইট সুদানের রাজধানী খারতুম থেকে কাতারের উদ্দেশে রওয়া দেয়। কিন্তু টেক-অফ করার কিছুক্ষণের মধ্যেই এটিকে আবার খারতুম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।

cat imageবিড়াল

এনডিটিভির খবরে বলা হয়, টেক-অফ করার অন্তত আধঘণ্টা পর হুট করেই ককপিটে আবির্ভাব ঘটে একটি বিড়ালের। এটি পাইলটসহ অন্য ক্রুদের আক্রমণ শুরু করে। তাই বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয় পাইলটের।

আল-সুদানি নিউজ সূত্র জানিয়েছে, টেক-অফ করার আধঘণ্টা পর বিড়ালটি ককপিটের ক্রুদের নজরে আসে। এরই মধ্যে এটি সবাইকে আক্রমণ করতে শুরু করে। ধরার চেষ্টা করলেও সম্ভব হয়নি, ব্যর্থ হতে হয়েছে।

khartoum international airportখারতুম আন্তর্জাতিক বিমানবন্দর

কীভাবে ওই বিড়াল টারকো অ্যাভিয়েশনের ফ্লাইটে পৌঁছালো তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও ফক্স নিউজ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, আগের রাতে যখন পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য বিমানটিকে সারা রাত বিমানবন্দরে রাখা হয়, তখনই বিড়ালটি বিমানের ভেতরে ঢুকে পড়ে। পরে আর বের হওয়ার সুযোগ পায়নি।

তাই পরদিন অপরিচিত এক পরিবেশে জেগে ওঠার ফলেই ভীত হয়ে যায় এটি। কোনো উপায় না পেয়ে হিংস্র আচরণ শুরু করে দেয় এবং পাইলটকে আক্রমণ করে। অবশ্য বিমান কর্তৃপক্ষ এ বিষয়ে এখন অবধি কোনো ধরনের মন্তব্য করেনি।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.