গাছে উঠে লাফ দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করেন সাধু বেশী ব্যক্তি। এর পর ঢুকে যান সিংহের খাঁচায়। মুহূর্তের মধ্যে সিংহের থাবায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। চিড়িয়াখানায় হইহই পড়ে যায়, সিংহের খাঁচার সামনে এসে জড়ো হন কর্মীরা। কোনো রকমে সাধুর জীবন রক্ষা হয়। কিন্তু জেনে-শুনে কেন সিংহের খাঁচায় ঢুকলেন তিনি। তার কি জীবনের ভয় ছিল না? এ প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন গৌতম গুছাইত নামের ওই সাধু।

shadhu enters lion case indiaসিংহকে ‘বাঁচাতে’ গিয়ে মরতে বসেছিলেন সাধু!

বর্তমানে এসএসকেএম হাসপাতালের বেডে শুয়ে থাকা ওই ব্যক্তি জানিয়েছেন, সিংহকে বাঁচাতে তিনি সিংহের খাঁচার ভেতর ঢুকেছিলেন।

তার মতে, বনের পশুকে বনেই রাখা উচিত। চিড়িয়াখানায় থাকবে না সিংহ। তাই সিংহকে মুক্ত করতেই সিংহের খাঁচায় ঢুকেছেন তিনি।

তবে কারও কথায় না, বরং নিজের ইচ্ছাতেই এ কাজ করেছেন বলে স্পষ্টভাবে জানান ওই ব্যক্তি।

জিনিউজজের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আর ওই ব্যক্তি এসেছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে। বাড়ি থেকে চার দিন আগে বেরিয়েছেন তিনি।

alipore zoo west bengal indiaসিংহকে ‘বাঁচাতে’ গিয়ে মরতে বসেছিলেন সাধু!

খবরে বলা হয়েছে, আলিপুর চিড়িয়াখানার যে সিংহটি ওই সাধুকে আহত করেছে তার নাম বিশ্বাস। চিড়িয়াখানার কর্মীদের তৎপরতায় গৌতম গুছাইতকে বাঁচানো সম্ভব হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গৌতমের ডান পায়ে থাবা বসিয়েছে সিংহ। এতে আহত হয়েছেন তিনি। এ ছাড়া কোমড়ে চোট রয়েছে। তাকে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে নিয়ে রাখা হয়েছে।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.