আপনি পড়ছেন

আজান আরবি শব্দ। এর অর্থ হলো ডাকা, আহ্বান করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজের উদ্দেশ্যে শরীয়ত নির্ধারিত শব্দমালা দিয়ে নামাজের প্রতি মানুষকে আহ্বান করাকে আজান বলে। যিনি আজান দেন আরবি ভাষায় তাকে মুয়াজ্জিন বলা হয়।

azan

মসজিদের সংখ্যা বেড়ে যাওয়া এবং মাইকের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যাওয়ার কারণে অনেক সময় একই সঙ্গে বিভিন্ন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। সে ক্ষেত্রে কখনো দেখা যায় কোন মসজিদের আজান প্রায় শেষের দিকে আবার কোন মসজিদের আজান শুরুর দিকে, এক্ষেত্রে কোন আজানের জবাব দিতে হবে?

এ প্রশ্নের উত্তরে শরিয়ত বিশেষজ্ঞরা বলেন, একই সঙ্গে যদি বিভিন্ন মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যায়, তখন শুধুমাত্র মহল্লার মসজিদের আজানের জবাব দিলে যথেষ্ট হয়ে যাবে।

যদি মহল্লায় একাধিক মসজিদ থাকে তবে যেটির আজান আগে শোনা যাবে, সেটির জবাব দেয়া ভালো।

এক সঙ্গে একাধিক মসজিদের আজান শোনা গেলে যে আজান আগে শুনবে, সেটির জবাব দেবে। তাছাড়া কেউ যদি নির্দিষ্ট কোনো আজানের জবাব দিতে চায় সেটাতেও কোনো সমস্যা নেই।

রদ্দুল মুহতার, ১ম খন্ড, ৩৯৬ পৃষ্ঠা, আহসানুল ফতোয়া ২য় খন্ড, ২৯২ পৃষ্ঠা, ফতোয়ায়ে আলমগীরী ১ম খন্ড, ৫৭ পৃষ্ঠা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর