আপনি পড়ছেন

হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে এটি একটি বিশেষ দিন। আহলে কিতাব অর্থাৎ ইহুদি-খ্রিস্টানদের কাছেও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এদিন আল্লাহ তায়ালা মুসা (আ.) এবং তার উম্মতকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন।

holy ashura

এ ঘটনার স্মরণে ইহুদিরা ১০ মহররম শুকরিয়ার রোজা রাখতো। মদিনায় হিজরত করার পর রাসুল (সা.) বললেন, আমরা দুই দিন রোজা রাখব। কেননা, মুসা (আ.) এর প্রতি আমাদের হক বেশি।

ইমাম গাজালিসহ ইসলামি গবেষকরা ১০ মহররমে যেসব ঘটনা ঘটেছে বিভিন্ন পুস্তকে সে সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে কিছু বর্ণনা সরাসরি হাদিস থেকে নেওয়া হয়েছে, কিছু বর্ণনা নেওয়া হয়েছে নির্ভরযোগ্য ইতিহাস থেকে।

তবে তুলনামূলক দুর্বল বর্ণনাও সংকলন করা হয়েছে আশুরা সম্পর্কে। মুহাদ্দিসদের বড় একটা অংশ এ বিষয়ে একমত যে, আইনগত মর্যাদা নেই- এমন দুর্বল বর্ণনা গ্রহণ করতে অসুবিধা নেই। চলুন তাহলে ১০ মহররমে সংঘটিত ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই।

১. এদিন হজরত জিবরাইল (আ.) আল্লাহর নির্দেশে আদমকে (আ.) সৃষ্টির জন্য মাটি সংগ্রহ করেন। এদিনই আদম (আ.) কে সৃষ্টি করা হয়। মাটির দেহে রূহ ফুঁকে দেওয়া হয় এই একই দিনে।

৩. রূহপ্রাপ্ত আদম (আ.) এদিন জান্নাতে প্রবেশ করেন।

৪. ভুল করে এদিনই আদম (আ.) জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসেন।

৫. আদম (আ.)-এর তাওবা কবুলের দিনটিও ছিলো ১০ মহররম।

৬. আরাফার ময়দানে মা হাওয়া (আ.)-এর সঙ্গে এদিন আদম (আ.) এর দেখা হয়।

৭. এদিন নূহ (আ.) এর নৌকা জুদি পাহাড়ে ভেড়ে। সম্প্রতি ইরাকের জুদি পাহাড়ে সেই নৌকা আবিষ্কার হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়।

৮. হজরত ইবরাহিম (আ.) এদিন জন্মগ্রহণ করেন। এদিনই ইবরাহিম (আ.)-কে আগুনের ভেতর থেকে বের করে আনা হয়।

muharram

৯. এদিন ইউনুস নবী (আ.) মাছের পেট থেকে নাজাত পান।

১০. এদিন হজরত মুসা (আ.) ফেরাউনের কবল থেকে উম্মতসহ মুক্তি পান।

১১. এ বরকতময় দিনে আইয়ুব নবী (আ.) দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ হন।

১২. হজরত ইউসুফ (আ.) এদিন কুয়ো থেকে দ্বীনদার ব্যবসায়ী মালেক সওদাগরের মালিকানায় আসেন।

১৩. এদিন হজরত ঈসা (আ.) জন্ম গ্রহণ করেন।

১৪. ঈসা (আ.) কে আকাশে উঠিয়ে নেওয়ার দিনটিও ছিলো ১০ মহররম।

১৫. ইমাম হোসাইনসহ (রা.) নবী পরিবারের ৭২ জন এদিন কারবালার প্রান্তরে শহিদ হন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর