আপনি পড়ছেন

করোনা মাহামারির কারণে গত বছরের মতো এবারও সীমিত পরিসরে পবিত্র হজ পালনের পরিকল্পনা করছে সৌদি আরবের সরকার। এর ফলে বিদেশ থেকে কাউকে হজের জন্য দেশটিতে যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে মনে করা হচ্ছে।

hajj corona

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে আজ বুধবার এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে হজের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল রাখছে সৌদি কর্তৃপক্ষ।

করোনার টিকা নেয়া সৌদি নাগরিক ও বাসিন্দারা সীমিত পরিসরে হজ পালনের অনুমতি পাবেন এবার। এ ছাড়া হজের দুই মাস আগে সুস্থ হওয়া ব্যক্তিরাও হজ পালনের সুযোগ পাবেন।

খবরে বলা হয়, বিদেশিদের হজে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে শেষ সময়ের আলোচনা চলছে সৌদি প্রশাসনে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি হজ কর্তৃপক্ষ।

hajj pic

এর আগে করোনার কারণে একইভাবে গত বছর সীমিত পরিসরে হজের আয়োজন করেছিল সৌদি আরব। তখন ভাইরাসটির প্রথম ঢেউ চলছিল বিশ্বের বেশিরভাগ দেশে।

করোনাকালের আগে প্রতি বছর সারা বিশ্বের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতেন। এ ছাড়া বছরজুড়ে পবিত্র ওমরাহ পালন করে থাকেন মুসলমানরা।

প্রসঙ্গত, হজে যেতে আগ্রহীদের আগাম প্রস্তুতি হিসেবে করোনার টিকা দেয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় হজে যাওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক করে গেজেট জারি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর