বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে ইতোমধ্যে বেড়েছে স্বর্ণের দাম। তবে বছরের শেষ দিকে গিয়ে এই দাম আরো বাড়তে পারে এবং প্রতি আউন্স স্বর্ণের মূল্য দুই হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে।

gold newস্বর্ণের দাম আরো বাড়তে পারে

আজ সোমবার (২৭ জুলাই) প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১ হাজার ৯৪৪ মার্কিন ডলার।

অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল হেইনস বলছেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে নতুন পদক্ষেপ নিয়েছে, সে কারণে বেড়ে যাচ্ছে স্বর্ণের দাম। ফলে চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম আরো বাড়তে পারে। অবশ্য করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে স্বর্ণের বাজার আবারো স্থিতিশীল হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

gold jewelryস্বর্ণের দাম আরো বাড়তে পারে

এদিকে, বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলছেন, স্বর্ণের দাম যেভাবে বাড়ছে তা অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। কারণ ইতোমধ্যে স্বর্ণের দামের ২০১১ সালের রেকর্ডও ভেঙে গেছে।

অন্যদিকে, স্বর্ণের আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে গত ২৩ জুলাই দেশের স্বর্ণ ব্যবসায়ীরা প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট)
দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেন। সে অনুযায়ী গত ২৪ জুলাই থেকে সব ধরনের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে জুয়েলারি সমিতি।

নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। গত বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৬৬ হাজার ৭০৮ টাকা।

অন্যদিকে, ৬০ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম। এর আগে যা ছিল ৫৭ হাজার ৯৭০ টাকা। এ ছাড়া প্রতি ভরি সনাতন স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল ৪৭ হাজার ৬৪৭ টাকা।

শুধু স্বর্ণই নয়, রূপার দামও মাত্র চার মাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে প্রতি আউন্স রূপার মূল্য ২৩.২৭ মার্কিন ডলার। চলতি বছরের মার্চের তুলনায় যা দ্বিগুণ। তবে বাংলাদেশ জুয়েলারি সমিতি সর্বশেষ যে দাম নির্ধারণ করেছে, তাতে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। যা বর্তমানে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.