বয়স্কদের চেয়ে শিশুরা তুলনামূলক কম আক্রান্ত হচ্ছে করোনাভাইরাসে। সম্প্রতি মার্কিন এক গবেষণা শিশুদের কম আক্রান্ত হওয়ার কারণ উদ্ঘাটন করেছে। গবেষকদের দাবি, করোনাভাইরাস যে হরমোনের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ঘটায়, শিশুদের দেহে সেটির উপস্থিতি কম।

children are less infectedশিশুরা কম আক্রান্ত হচ্ছে

ফক্স নিউজের বরাতে জানা যায়, নাসারন্ধ্র ও শ্বাসনালীতে উপস্থিত অ্যাঙ্গিওটেনসিন-কনভার্টিং এনজাইম-২ (এসিই২) নামের হরমোনের মাধ্যমেই করোনাভাইরাস মানবদেহে সংক্রমণ ঘটায়। ভাইরাসটি দেহে প্রবেশের পর সর্বপ্রথম এই হরমোনের সঙ্গে এটে যায়। তারপরেই শুরু করে সংক্রমণ। যদি মানবদেহে এই হরমোনের উপস্থিতি না থাকতো তাহলে করোনাভাইরাসও কোনো সংক্রমণ ঘটাতে পারতো না।

গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মাউন্ট হাসপাতালের গবেষকরা। এতে নেতৃত্ব দেওয়া গবেষক ডক্টর সুপিন্দা বুনাইয়াভানিচ বলেন, আমরা ৪ বছর থেকে ৬০ বছরের ৩০৫ জন করোনা রোগী নিয়ে গবেষণা করেছি। এসব রোগীদের মধ্যে মাত্র ২ শতাংশ ছিল শিশু।

pandemic symbolic picture05করোনাভাইরাসের মাইক্রোস্কোপিক ছবি

তিনি বলেন, এসিই২ হরমোন মূলত দেহের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। শিশুদের মধ্যে এই হরমোনের উপস্থিতি কম। করোনাভাইরাসে শিশুরা কম আক্রান্ত হওয়ার অন্যতম কারণ এটি। এসিই২ হরমোনের মাত্রার ওপর নির্ভর করে, একজন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে কি হবে না। কারণ শিশুদের মধ্যে এই হরমোনের উপস্থিতি কম। বাস্তবেও তাই, সারাবিশ্বে করোনাক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা খুবই কম।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.