advertisement
আপনি দেখছেন
cockroach

ঘরের যেখানে সেখানে তেলাপোকার উপদ্রব হলে বাস করাই দায় হয়ে ওঠে। খাটের নিচে, রান্নাঘরের কোণায় কিংবা মাঝে মাঝে আলমারিতেও ঢুকে পড়ে তেলাপোকা। উৎকট গন্ধের পাশাপাশি ঘর নোংরা হওয়ার ঝামেলাও আছে। আর সাথে উড়ে এসে গায়ে পড়ার ভয় তো আছেই।

খুব সহজ পদ্ধতিতে এই তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন আপনি। এক্ষেত্রে আপনার মূল অস্ত্র হবে বেকিং সোডা।

ঘরে তেলাপোকার উপদ্রব থেকে রেহাই পেতে অল্প একটি বেকিং সোডা একটি বাটিতে নিন। তারপর ঘরের যে স্থানে তেলাপকার উপদ্রব রয়েছে এক চা চামচ করে সোডা সেখানে দিয়ে রাখুন। বেকিং সোডা থেকে তেলাপোকা দূরে থাকে বলে আপনার ঘরে আর তেলাপকা আসবে না নিশ্চিত থাকতে পারেন।

তবে ৮-১০ দিন পর পর সোডা পালটে দিন। কারণ বাতাসের আদ্রতায় বেকিং সোডা নষ্ট হয়ে যায়। যে কোনো মুদি দোকানেই বেকিং সোডা কিনতে পাওয়া যায়।

এছাড়া তেলাপোকা ও পিঁপড়ার আক্রমণ থেকে রেহাই পেতে ঘর মোছার সময় পানিতে ২-৩ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। পিঁপড়ে ও তেলাপোকা হাজার মাইল দূরে থাকবে।