আপনি পড়ছেন

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন দেশের প্রথমসারির অন্যতম গণমাধ্যম প্রথম আলোর এক সিনিয়র সংবাদকর্মী। আজ সোমবার তথ্যটি নিশ্চিত করেছে প্রথম আলো কর্তৃপক্ষ।

prothom alo logo

জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই সংবাদকর্মী নিজ বাসাতে আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হলে আজ তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম আলো কর্তৃপক্ষ জানায়, আজ থেকে গণমাধ্যমটির শতভাগ কাজ বাসা থেকে করা হচ্ছে। সাংবাদিকসহ সকল বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন। আপাতত প্রধান কার্যালয় বন্ধ রেখে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে প্রথম আলো কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে অধিকাংশ কর্মী এতদিন বাসা থেকে কাজ করছিলেন। এবার পুরো অফিস বন্ধ করা হলো।

এদিকে ওই সংবাদকর্মীর চিকিৎসাসহ যাবতীয় সব বিষয়ে প্রথম আলো তার পরিবারের পাশে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।