আপনি পড়ছেন

দেশে এবার নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অন্তত ১৩ জন সংবাদকর্মী। শনিবার রাতে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। তবে এখনো টিভি চ্যানেলটির অনেক সংবাদকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি।

ntv logoকরোনায় আক্রান্ত এনটিভির ১৩ সংবাদকর্মী

আক্রান্তদের মধ্যে দুই জন টিভি চ্যানেলটির প্রতিবেদক, একজন নিউজ এডিটর, ছয় জন ক্যামেরাম্যান এবং চার জন সংবাদ উপস্থাপিকা ও মেকাপম্যান রয়েছেন।

দেশে গতকাল শনিবার পর্যন্ত মোট ৫৮ জন সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গত মঙ্গলবার রাতে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। তবে ১১ জন সংবাদকর্মী ইতোমধ্যে সুস্থও হয়ে উঠেছেন।

সুস্থ হয়ে ওঠা সংবাদকর্মীরা হলেন- বেসরকারি স্যাটেলাইল চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, দীপ্ত টিভির একজন সংবাদকর্মী, যমুনা টিভির একজন প্রতিবেদক, টিভি চ্যানেলটির নরসিংদী প্রতিনিধি, এটিএন নিউজের একজন প্রতিবেদক, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন, বাংলাদেশের খবরের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ও দৈনিক সংগ্রামের একজন।