আপনি পড়ছেন

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে কোভিড-১৯। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সাধারণ মানুষ বা অন্যান্য সেক্টরের পাশাপাশি বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীদের একটা বড় অংশ মরণঘাতীয় এই ভাইরাসের শিকার হয়েছেন। বিভিন্ন দেশে এ পর্যন্ত ৫৫ জন সাংবাদিক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

tv journalist infected bdবিশ্বব্যাপী করোনায় ৫৫ সাংবাদিকের মৃত্যু

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি বলছে, গত ১ মার্চ থেকে ১ মে পর্যন্ত এই দুই মাসে ওই সাংবাদিকরা মারা গেছেন।

পিইসি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের ২৩টি দেশের প্রায় ৫৫ সংবাদকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারানোর অন্যতম কারণ হলো পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর (পিপিই) অভাব। এ ঘটনায় নিন্দাও জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি করোনা সংকটের মধ্যে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের ওপর নির্যাতন ও নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।

পিইসি বলছে, বিশ্বজুড়ে কোভিড-১৯ এর কারণে মহামারি শুরুর পর থেকে বেশ কিছু দেশে অসংখ্য প্রেসের স্বাধীনতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সংকটকালে নানা ধরনের সেন্সরশিপ, ইন্টারনেট শাটডাউন, বিনা বিচারে সাংবাদিকদের আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের মতো অসংখ্য ঘটনা ঘটেছে। এসব ঘটনা গণমাধ্যমের জন্য হুমকি বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

এদিকে, বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৮ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।