আপনি পড়ছেন

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় ছিলেন।

writer rahat khanসাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকর্মী সাংবাদিক নেহাল আহমেদ। রাহাত খানের স্ত্রী অপর্ণা খানও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন বাংলাদেশের খ্যাতিমান এই কথাসাহিত্যিক।

রাহাত খান ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সে জন্য ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।

কর্মজীবনে সাংবাদিক হিসেবেও তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। কাজ করেছেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে।

খ্যাতিমান এই কথাসাহিত্যিক ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।