আপনি পড়ছেন

স্বনামধন্য সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই। করোনার উপসর্গ দেখা দেওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।

journalis huamyan sadek chawdhuryহুমায়ুন সাদেক চৌধুরী

দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক এবং অর্থনীতি প্রতিদিনের বার্তা সম্পাদক ছিলেন তিনি। এ ছাড়াও তিনি চট্টগ্রামের দৈনিক নয়া বাংলা, ঢাকার দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ, পাক্ষিক পালাবদলসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

হুমায়ুন সাদেক চৌধুরী সাব-এডিটরদের সংগঠন সাব এডিটরস কাউন্সিলের দুই বার নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।

জনপ্রিয় শিশু সাহিত্যিক হুমায়ুন সাদেক চৌধুরী ১৯৬০ সালের ৪ মার্চ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।