আপনি পড়ছেন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোট গ্রহণ।

press club electionজাতীয় প্রেসক্লাব নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নির্বাচন পরিচালনা করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- এস এম শওকাত হোসেন, মোস্তাফিজুর রহমান, জাফর ইকবাল, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), মো. মনিরুজ্জামান শামীমা চৌধুরী।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দুটি প্যানেল রয়েছে। তা হলো- মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন।

press club election innerজাতীয় প্রেসক্লাব নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী হয়েছেন। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে রয়েছেন বর্তমান সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

অন্যদিকে, সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী হলেন ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

national press club electionজাতীয় প্রেসক্লাব

এদিকে, নির্বাচন উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাইফুল আলম। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন ফরিদা ইয়াসমিন। আর শ্যামল দত্ত পেশ করেন কোষাধ্যক্ষের প্রতিবেদন।