আপনি পড়ছেন

সামাজিকমাধ্যমসহ অনলাইন ও আইপিটিভি সম্প্রচারে তদারকি করতে স্বতন্ত্র একটি উইং গঠন করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ মঙ্গলবার নিজ দপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রী হাছান মাহমুদ।

hasan mahmudতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ফাইল ছবি

অনলাইনের সেবা আরো নিবিড় করতে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগে আলাদা সেল ছিল না, মিডিয়া উইং এটি দেখতো। এখন আলাদা একটি উইং করা হচ্ছে।

নতুন এ উইং ‘ডেডিকেটেডলি’ কাজ করবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এটি অনলাইন ও আইপিটিভিসহ অন্যান্য মাধ্যমে যা কিছু সম্প্রচার হয়, তা দেখবে।

ministry of information and broadcastingতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ফাইল ছবি

বর্তমান জনবল জনবল দিয়েই উইংটি কাজ শুরু করবে জানিয়ে তিনি আরো বলেন, পরবর্তীতে আরো জনবল সংযোজন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হবে।

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী হাছান মাহমুদ। এটি এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয়েছে।