advertisement
আপনি দেখছেন

প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই। রাজধানীর ইমপালস হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

journalist hasan shahriar no moreসাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

হাসান শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন।

তবে হাসান শাহরিয়ার করোনায় আক্রান্ত ছিলেন কি না- তা জানাতে পারেননি ফরিদা ইয়াসমিন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল দিবাগত রাতে বেশ অসুস্থ হয়ে পড়লে হাসান শাহরিয়ারকে ইমপালস হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন এই সাংবাদিক।