আপনি পড়ছেন

ব্রিটেনের ঐতিহাসিক ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল ইতিহাস সৃষ্টি করেছে। আজ শনিবার গণমাধ্যমটি তার ইতিহাসে সবচেয়ে বৃহৎ কলেবরে প্রকাশিত হয়েছে। আজ পত্রিকাটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪ করা হয়েছে।

daily mail large volumeইতিহাস গড়লো ডেইলি মেইল

জানা গেছে, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুতে তার বিভিন্ন সময়ের ছবি ও কাহিনী নিয়ে বর্ধিত এই কলেবরে পত্রিকাটি ছাপা হয়েছে। ব্রিটেন সরকার তার মৃত্যুতে ৮ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

এ উপলক্ষে আজকের ডেইলি মেইলে প্রিন্স ফিলিপের জীবনের বিভিন্ন অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে। এতে প্রচুর ছবি স্থান পেয়েছে। এ জন্যই পত্রিকাটির কলেবর এত বড় হয়েছে।

daily mail large volume innerইতিহাস গড়লো ডেইলি মেইল

প্রিন্স ফিলিপ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী। তাদের দাম্পত্য জীবন ৭৩ বছরের। এই দীর্ঘ সময়ে পাশে থেকে রানীকে শক্তি ও সাহস যুগিয়ে গেছেন তিনি। উইন্টসর ক্যাসেলে গতকাল শুক্রবার মারা যান তিনি।

এদিকে, প্রিন্স ফিলিপের মৃত্যুতে ব্রিটেনসহ চারদিকে বেদনায় ছেয়ে যায়। বিশ্বের সর্বস্তর থেকে প্রকাশ করা হয় শোক।