আপনি পড়ছেন

গত কয়েক দিন ধরেই ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। আজ শনিবারও একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তেল আবিব। আর সর্বশেষ জানা গেল, তাদের বিমান হামলায় মাটির সাথে মিশে গেছে সেখানে থাকা আলজাজিরার কার্যালয়।

aljazeera office gaza demolished israel

কাতারভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত তাদের কার্যালয় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ইসরায়েলি বিমান হামলায়।

জানা যায়, এর আগেই আলজাজিরার ওই কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

আলজাজিরার অনলাইন প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েলের বিমান হামলায় মাটির সাথে মিশে গেছে ভবনটি। সেইসঙ্গে ভবনের চারপাশ উড়ছে ধোঁয়ার কুণ্ডলী।

aljazeera office gaza demolished israel inner

খবরে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়ার পর আজ শনিবার হামলার চালানোর ঘণ্টা খানেক আগে ভবনটির বাসিন্দাদের সতর্ক করা হয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ওই ভবনে ছিল বলে জানা গেছে।

তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।