আপনি পড়ছেন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মানহানির মামলায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত। পরে আইনজীবীরা বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান।

motirur rahman chowdhury shafiqul islam kajal মতিউর রহমান চৌধুরী ও শফিকুল ইসলাম কাজল, ফাইল ছবি

এদিন পুলিশের দেয়া চার্জশিট আমলে নিয়ে কেবল আসামি ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন আদালত। পরে চার্জ শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করা হয়। এ মামলায় জামিনে আছেন মতিউর রহমান চৌধুরী ও শফিকুল ইসলাম কাজলসহ অন্যান্য আসামিরা।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন- মানবজমিনের স্টাফ রিপোর্টার আল-আমিন, ফেসবুক ব্যবহারকারী প্রিন্স ফাহিম, আরিফুল ইসলাম আরিফ, ফরহাদ খান, জুয়েল আহমেদ, মোহাম্মাদ মোসলেম, মিজানুর রহমান, মোর্শেদ আলম, কাকন আবু হানিফ, মো. রুবেল, আয়েশা আমান, শামিম আক্তার।

এ ছাড়া আরও আছেন- সাত্তার মৃধা, তৌফিক, মিলি হাসান, হাবিব আদনান, ঋষি কান্ত, সোহেল হোসেন, ছালেহ আহমেদ, জসিম উদ্দিন জসিম, খাইরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, মাহফুজ আহমেদ, এম এ মামুন, মো. হেলাল, সেলিম চৌধুরী, ইস্পাত মোহাম্মাদ, বেলায়েত হোসেন, মারুফ রাজু ও মকটেল হোসেন মুক্তি।

উল্লেখ্য, বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে সংবাদ প্রকাশের জেরে মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। গত ৯ মার্চ রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়।