মেসির দলের টুইট: বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তরা আমাদের মতোই
- Details
- by খেলাধুলা ডেস্ক
কাতার বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও আলোচনায় রয়েছে বিশ্বজুড়ে। দর্শক ও সমর্থক হিসেবে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা-ভক্তরা। এর আগে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ছবি টুইট করেছিল। এবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল টুইট করেছে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের ছবি।
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল টুইট করেছে বাংলাদেশের ভক্তদের উচ্ছ্বাসের ছবি
লিওনেল মেসিদের দলের টুইটার হ্যান্ডল থেকে করা টুইটে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের প্রশংসা করা হয়েছে। এই টুইটার হ্যান্ডলে গতকাল রাতে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি সমর্থক) আমাদের মতোই পাগলাটে।’
একটি ছবিতে দেখা যায়, বাংলাদেশের প্রচুর দর্শক একসঙ্গে বসে আর্জেন্টিনার খেলা দেখছেন। দ্বিতীয় ছবিতে একটি কিশোর আর্জেন্টিনার জার্সি গায়ে উচ্ছ্বাস প্রকাশ করছে; তার পেছনে অনেকেই মেসিদের জার্সি পরে খেলা দেখছেন। তৃতীয়টিও আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ-উল্লাসের।
আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলের নাম ‘সিলেকশন আর্জেন্টিনা’
এই টুইটে বাংলাদেশের একজন মন্তব্য করেন, তার স্কুলের ছাদে আর্জেন্টিনার জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। এটির একটি ছোট্ট ভিডিও সেখানে জুড়ে দেওয়া হয়। করতালিসূচক ইমোজিতে এই মন্তব্যের জবাব দেওয়া হয় আর্জেন্টিনার টুইটার হ্যান্ডল থেকে।
বাংলাদেশের আরেক আর্জেন্টিনা-ভক্ত মন্তব্য করেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা। তোমাদের জন্য আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না।’ এর জবাবে টুইটার হ্যান্ডল থেকে বলা হয়, ‘আমরা তাদের (বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থক) চাই।’
আর্জেন্টিনার ফুটবলারদের উদযাপন
আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন ভক্তদের মোবাইলের ফ্ল্যাশে বানানো আলোকসজ্জার একটি ভিডিও পোস্ট করেন বাংলাদেশের এক আর্জেন্টিনা সমর্থক। সেখানে হ্যান্ডল থেকে জবাব দেওয়া হয়, ‘তারা এতটা পাগলাটে ভক্ত! আমরা তাদের ভালোবাসি।’ এমন অনেক বাংলাদেশি ভক্তের মন্তব্যের জবাব দেওয়া হয়েছে মেসিদের টুইট থেকে।
কয়েক দিন আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশি দর্শকদের লিওনেল মেসির গোল উদ্যাপনের একটি ভিডিও টুইট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি।’
এরপর ফিফা বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবিও প্রকাশ করে। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেছেন হাজার হাজার মানুষ। এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা বলেছিল, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্র করতে পারে না।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর