দীর্ঘ একবছর মানবতার সেবায় কাজ করার পর ১৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠন প্রজন্ম প্রয়াস তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি বিভিন্ন ইভেন্টের আয়োজন করে।

projonmo proyash

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনটি হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে ভুলেনি সংগঠনটি। উদযাপনে সংগঠনটি ১৫০ জন পথশিশুর জন্য বিরিয়ানির আয়োজন করে, উপহার সামগ্রী দেয় এবং শিশুদেরকে নিয়ে কেক কাটে।

এছাড়া গত এক বছরে যারা মানবতার কল্যাণে নিঃস্বার্থে কাজ করে এসেছেন ও তিনবারের অধিক রক্তদান করেছেন তাদেরকে সনদ প্রদান করা হয়। সনদ প্রদান করেন ভাষা সৈনিক লায়ন শামছুল হুদা।

উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভাষা আন্দোলনে অবদান রাখা একুশে পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন্স শামছুল হুদা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী রাশেদুন্নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম প্রয়াসের সভাপতি হাবিব উল্লাহ মিরাজ। সমন্বয়ক ছিলেন অত্র অনুষ্ঠানের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।