আপনি পড়ছেন

লাইলাতুল কদর অর্থ সম্মানের রাত। মর্যাদাপূর্ণ রাত। মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর লুকিয়ে থাকে। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতটি কাটিয়ে দেন। এ রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর।’ সূরা কদর, আয়াত : ৩। 

1505763040170.jpg islam ecco tutte le rinunce dei fedeli di allah baci iphone gamberoni e

শবে কদরে কী আমল করব- এ নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। বিশেষজ্ঞরা বলেন, শবে কদরের নির্ধারিত কোনো আমল বা নামাজ কোরআন-হাদিসে বর্ণিত হয়নি। এ পদ্ধতিতে এত রাকাত নামাজ আদায় করতে হবে, এমন আমল করতে হবে নির্দিষ্টভাবে এমন কোনো আমলের কথা উল্লেখ নেই। এ রাতের মূল আমল হলো নিজের গুনাহখাতা আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেয়া।

আম্মাজান হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন, যদি আমি জানতে পারি যে, শবে কদর কোন রাতে হবে, তাহলে আমি কী আমল করব? রাসুল (সা.) বললেন- তুমি এই দোয়া করবে- ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ অর্থ: ওগো প্রেমময় প্রভু আমার! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। এ অধম গোনাহগারকে ক্ষমা করে দাও। তিরমিজি।

কদরের তালাশে সঠিকভাবে ইবাদত-বন্দেগীতে মনোনিবেশ করাটাই মূল বিষয়। এ রাতে বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরী কাজা নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সাদকা, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, তাওবা-ইসতেগফার, দুয়া-দরূদসহ ইত্যাদি নফল আমলের প্রতি মনযোগী হওয়া একান্ত জরুরি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর