আপনি পড়ছেন

যারা করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন, অধিকাংশেরই দ্বিতীয় ডোজ টিকা নেয়ার সময় নির্ধারিত হয়েছে আসছে পবিত্র মাহে রমজানে। তাই রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে কি না, মুসলিম বিশ্বে প্রশ্নটি এখন বেশ আলোচিত।

diet in ramadan

দুবাইয়ের গ্রান্ড মুফতি শায়খ ড. আহমদ বিন আবদুল আজিজ আল হাদ্দাদ ফতোয়া দিয়েছেন, রোজা রেখেও করোনার টিকা নেওয়া যাবে। ইসলামি শরিয়ত মতে, রোজা রেখে করোনার টিকা নেওয়াতে কোনো অসুবিধা নেই।

শায়খ আহমদ বিন আবদুল আজিজের যুক্তি হলো, কোনো কিছু খেলে রোজা ভেঙে যায়। যেহেতু করোনার টিকা সুঁচের মাধ্যমে মাংসে নেওয়া হয়, এটা খাওয়া হয় না বা পাকস্থলিতেও যায় না, তাই রোজা ভাঙবে না।

তার ফতোয়ায় আরো বলা হয়, রোজা রাখা অবস্থায় রক্তের ফোটা কিংবা নাকের শ্লেষ্মা থেকে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হলেও রোজা ভাঙবে না।

নাক-কান ও মুখ দিয়ে পানীয়, খাদ্য বা কোনো ওষুধ গ্রহণ করা যাবে না, করলে রোজা ভেঙে যাবে বলে জানান মুফতি আহমদ আবদুল আজিজ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর